হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ =
র্যাবের অভিযানে টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। ১ জুন দিবাগত রাতে র্যাব-৭ মেজর সরওয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম ডেইল পাড়া এলাকায় শাহাজাহানের বসত বাড়িতে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। র্যাব সূত্র জানায়- শাহজাহানের বাড়ি তল্লাশী করে ১৩০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে কথিত ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যেতে হয়েছে। এব্যাপারে বাড়ির মালিক শাহজাহানসহ টেকনাফ মডেল থানায় র্যাব মামলা করেছে।