শাহীনশাহ, টেকনাফ = টেকনাফ হোয়াইক্যংয়ের রইক্ষ্যং বীট অফিসার ও সহকারী বীট অফিসার দূর্বৃত্ত্বের হামলার শিকার হয়েছে। ১৭ মে রাত সাড়ে ৮ টায় হোয়াইকংয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন শেষে রইক্ষ্যং বীট অফিসে ফিরে যাওয়ার পথে বীট অফিসার খন্দকার মনিরুল ইসলাম ও সহকারী অফিসার মোঃ জহির আলী তেচ্ছি ব্রিজ নামক স্থানে পৌঁছলে উৎপেতে থাকা ১০/১২ জন দূর্বৃত্ত্ব তাদের কে হামলা করে। এসময় দৃর্বৃত্ত্বরা তাদের বেধড়ক মারধর করে পালিয়ে যায়। বীট অফিসার খন্দকার মনিরুল ইসলাম জানান, ১৮ মে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার মৃত কালা মিয়ার পুত্র অলি আহমদ (৪৫) ও গফুরের পুত্র হাসান আলীকে এজাহার নামীয় আসামী ও অপর ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা রুজু করেছে। মামলা তদন্ত অফিসার এসআই মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মোঃ মহি উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।