টেকনাফ প্রতিনিধি
টেকনাফ সাবরাং মন্ডল পাড়ায় এক গৃহবধূ ফেরদৌস বাপের বাড়ি থেকে যৌতুকের ৫০ হাজার টাকা স্বমী নুর আলমকে এনে দিতে রাজি না হওয়াই বেদড়কভাবে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ফেরদৌসের ডান হাতের হাড় ভেঙ্গে দিয়েছে। তার শম্বর বাড়ির লোকজন তার দু’মাসের শিশু সন্তানটি কেড়ে নেয়। গতকাল রোববার টেকনাফ থানায় অভিযোগ দেয় আহত ফেরদৌস।
নজির আহমেদ সীমান্ত
টেকনাফ প্রতিনিধি
Leave a Reply