মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ ॥
পুষ্পমাল্য অর্পন, র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্য্য পরিবেশে টেকনাফে রবিবার ৪১তম বিজয় বার্ষিকী পালিত হয়েছে। সরকারী-বেসকারী পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচী। বিজয়ের প্রথম প্রহরে (রাত ১২.০১টায়) উপজেলা পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন ও সকালে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। দিনটি উপলক্ষ্যে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। সকাল ৮টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণের পর বিজয় র্যালী এবং বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিজয় বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এসব র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, নির্বাহী অফিসার শামছুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান এইচএম ইউনুচ বাঙ্গালীসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
######################