বাংলাদেশ আওয়ামী মৎস্য লীগ টেকনাফ সাবরাং ইউনিয়ন শাখার আহবায়ক বিশিষ্ট কণ্ঠ শ্লিপী মিজানুর রহমান মিজানকে ্স্থানীয় একটি চক্র জমিন সংক্রান্ত এক মামলায় জড়িয়ে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে ভাবে হেয় করার চেষ্টা করছে। ওই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামী মৎস্য লীগের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক হমিদ হোসেন আজাদ। তারা বিবৃতে জানিয়েছেন মিজানের বিরোদ্ধে দায়েরকৃত মামলাটি প্রত্যাহার না করে তাকে হয়রানি করার চ্ষ্টো করা হলে টেকনাফ আওয়ামী মৎস্য লীগ নতুন কর্মসূচী দেবে।
Leave a Reply