হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ..মৎস্য মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের উচ্চ পর্যায়ের একটি টিম গতকাল ২৯ আগষ্ট বিকালে টেকনাফ সফর করেছেন। মিয়ানমার থেকে টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় আমদানীকৃত বিভিন্ন জাতের মাছে বিষাক্ত ও ক্ষতিকর ফরমালিন মেশানো আছে কি-না তা পরীক্ষা করে দেখতে এবং মাছের মান নিয়ন্ত্রণ তদারক করতে উক্ত টিম টেকনাফে এসেছেন বলে জানা গেছে। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত)সৈয়দ হুমায়ুন মোরশেদ জানান-মৎস্য মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক প্রভাতী দেব এর নেতৃত্বে একটি টিম টেকনাফে আসেন। তাঁরা টেকনাফ স্থল বন্দরের মৎস্য লোড-আনলোড পয়েন্ট, মিয়ানমার থেকে আমদানীকৃত মাছবাহী জাহাজ, টেকনাফ বাজারে মাছের আড়ত, রিসিভিং সেন্টার পরিদর্শন ও মাছে ফরমালিন আছে কিনা তা পরিক্ষা করেন। ফিশ্ কোয়ালিটি কন্ট্রোলের ইন্সপেক্টর সুজীত চ্যাটার্জি, এমএ ইফতেখার হাসান টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার(ভারপ্রাপ্ত) সৈয়দ হুমায়ুন মোরশেদ এসময় উপস্থিত ছিলেন। টেকনাফ কায়ুক খালী ঘাটে মাছের আড়ত পরিদর্শনকালে লাইসেন্স না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাছ রাখার দায়ে দুইটি আড়তকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।##########
Leave a Reply