হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ…..
মালয়েশিয়া পাড়ি দেয়ার উদ্দেশ্যে টেকনাফে আসার পথে দালালসহ ২৩ জনকে আটক করেছে বিজিবি। এসময় তাদের বহনকারী ২ টি মাইক্রোবাস (চট্রমেট্টো-ছ-১১-১৪৯৮ ও ১১-৩৭৬৮) জব্দ করেছে। আটকৃতরা সকলেই বাংলাদেশী নাগরিক। বিজিবির দমদমিয়া বিওপি সুবেদার নুরুল আমিন জানান, ৪ জুন বিকাল ৬ টায় দমদমিয়া বিজিবি চেকপোষ্টে কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফগামী ২ টি মাইক্রোবাসে তল্লাশীকালে আদম পাচারকারী ৩ জন দালাল ও অপর ২০ জন যাত্রীকে আটক করে। আটককৃতরা সকলেই মালয়েশিয়া পাড়ি দেয়ার উদ্দেশ্যে সড়ক পথে টেকনাফে যাচ্ছিল। এরা হচ্ছে উখিয়ার পালংখালী আবদুল হামিদের পুত্র জসিম (২০), হোয়াইক্যং কানজর পাড়া মোঃ হাবিবুল ইসলামের পুত্র মোঃ জিয়াবুল ইসলাম (ড্রাইভার) (২৭), দিঘলদী ফাউসী বাজারের ফজর আলীর পুত্র তাজুল ইসলাম (৩৫), আলা উদ্দিন খানের পুত্র মোশারফ (২৫), কুদ্দুস ভূইঁয়ার পুত্র রফিকুল ইসলাম (৩২), কবির হোছনের পুত্র সোহেল (২৪), মৃত মোছন মোল্যার পুত্র শাহ জালাল (২৪), আবুল হোসেনের পুত্র শফিকুল ইসলাম (১৯), তাহের নকিবের পুত্র নেছার নকিব (২৫), মোখলেছের পুত্র মোঃ আলী (১৯), কাশেম আলীর পুত্র মোজাম্মেল (৩০), মতিউর রহমান নকিবের পুত্র ফয়সাল নকিব (২০), মোঃ আলম ভূঁইয়ার পুত্র আবদুর রহমান ভূইঁয়া (২৭), আড়াই হাজার থানার আলতাফের পুত্র জালাল হোসেন (৩০), আবদুর রবের পুত্র খলিলুর রহমান (১৮), আবুলের পুত্র মোঃ ইউনুছ (২৫), মিলন মিয়ার পুত্র মোঃ ইসমাইল (২৪), সোনার গাঁও থানার সোলতান আহমদের পুত্র সিরাজুল ইসলাম (২৪), আমির আলীর পুত্র রবি উল্লাহ (২৩), হারিস মিয়ার পুত্র আলী আহমদ (১৯), নঘলকান্দের আতহার আলীর পুত্র সাইদুর রহমান (১৬), সাতগ্রামের আরজুল হকের পুত্র শাহান উল্লাহ (১৭)। এছাড়া অপর ৬ জনকে পলাতক আসামী করেছে বিজিবি। এরা হচ্ছে- ফাউসী বাজারের মফিজ উদ্দিনের পুত্র ইব্রাহীম (৪৫) টেকনাফ কচুবনিয়ার মোজাফ্ফরের পুত্র গুরা মিয়া (৪০), আবদুল খালেকের পুত্র মোঃ হানিফ (৩৫), সোনা আলীর পুত্র আবদুর রহিম (৪৫), ফায়সালের পুত্র মোঃ ইসলাম বাগু (৩৫), কাটাবনিয়ার আবদুল আলীমের পুত্র ইমাম শরীফ (৩৫)। আটককৃতদের কাছ থেকে বিজিবি চিড়া, গুড়, চিনিসহ বিভিন্ন ধরনে শুকনো খাদ্য উদ্ধার করেছে। এদিকে আটককৃতরা জানায়, ৪ জুন মধ্যরাতে মালয়েশিয়া ফাঁিড় দেয়ার জন্য টেকনাফে যাচ্ছিল। সেখান থেকে দালালরা মোবাইল যোগাযোগের মাধ্যমে ট্রলারে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে কে বা কারা তাদের নিয়ে যাবে ধৃতদের অবগত নয় বলে জানান।
দমদমিয়া বিওপির সুবেদার নুরুল আমিন জানান, আটককৃতদেরকে টেকনাফ মডেল থানায় সোপর্দ ও অপর ৬ জনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। ##