এটিএন ফায়সাল : টেকনাফের কাটাবনিয়া ও শাহপরীর দ্বীপ পয়েন্ট হতে ১৩৫ জন যাত্রী নিয়ে রওনা হওয়া মালয়েশিয়াগামী একটি ট্রলার গভীর বঙ্গোপসাগরে রবিবার ভোরে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ডুবে যায়। ট্রলারটি গত শনিবার রওনা দেয়। এর একদিন পর জীবিত ফিরে আসা যাত্রী টেকনাফ সাবরাং ডেইল পাড়ার হোসেন আহমদের পুত্র আবু বক্কর জানান, সাগরে ভাসমান একটি ট্রলারের সহযোগিতায় ভেসে আসা পাঁচ যাত্রী প্রাণে বেঁচে গেলেও অন্য ১৩০ জন যাত্রীর ভাগ্যে কি পরিণতি ঘটেছে তা বলা যাচ্ছে না ।
ঈদুল আযহার কারণে সাগরে মাছ ধরা ট্রলার তেমনটি ছিল না। সাগরে ট্রলারডুবির কথা এ পর্যন্ত সংশ্লিষ্ট কেউ স্বীকার করেনি। তবে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার লে. বদরৌদ্দোজা জানিয়েছেন, সাগরে মিয়ানমারের কাছাকাছি একটি ট্রলারডুবির সংবাদ তাদের কাছে রয়েছে। এ দিকে সাগরে এ ট্রলার ডুবির সংবাদে উপকূলীয় এলাকায় নিখোঁজ পরিবারগুলোর মধ্যে চলছে মাতম।
teknaf a coastgurd bahini sodu bosey bosey sellary nissey. mone hossey sagorey ekdin o duty dey na.