জিয়াবুল হক ,টেকনাফ………….টেকনাফে মালয়েশিয়া মানব পাচারের অভিযোগে ৩ ব্যাক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল ৮ জানুয়ারী ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং কচুবনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার ইমাম হোছেনের ছেলে এনাম উল্লাহ (৩৫), একই এলাকার সুলতান আহমদের পুত্র ইসমাইল (২৯) ও টেকনাফ কায়ুখখালী পাড়ার আবদুল আমিনের পুত্র আবদুল্লাহ (২২)। বিজিবির হাতে আটক এনাম উল্লাহ জানায়, সে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে মানব পাচারের গডফাদার ও বিভিন্ন মামলার আসামী নজির আহমদ প্রকাশ নজির আহমদ ডাকাত তাকে ধরে বেদম মারধর করে বিজিবির হাতে মানব পাচারকারী বলে তুলে দেয়। মানব পাচারের অন্যতম হোতা নজির আহমদ ডাকাতের বিরুদ্ধে গত বছরে অসংখ্য মামলা রুজু হয়, সে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছে বলে স্থানীয়রা জানায়।