মমতাজুল ইসলাম মনু টেকনাফ…………. ৫ বছরের নিচের বয়সের শিশুদেরকে ভিটামিন এ প্লাস খাওয়া নিয়ে তোলপাড় চলছে টেকনাফের সর্বত্র। ভিটামিন এ প্লাস খেয়ে শিশু মারা যাচ্ছে কিংবা কিছুক্ষণ পরেই মারা যাবে এমন খবরে টেকনাফ জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। এটি গুজব না অপপ্রচার বুঝে উঠতে পারছেন না কেউই। ১২ মার্চ সকালে সারা দেশের মত ভিটামিন এ প্লাস ক্যা¤েপইন শুরুর পরই ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শিশুরা মারা যাচ্ছে বলে একটি গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। পাড়ার কিশোর ছেলে-মেয়েরা বুঝে উঠার আগেই এ পাড়া সেই পাড়া ছড়িয়ে দিচ্ছে খবর। কয়েকটি মহল্লায় ঘুরে দেখা গেছে অনেক মা বাচ্চা কোলে আহাজারী করছেন। আমার বাচ্চা এক্ষুনি মরে যাবে বলে হাউমাউ শুরু করে দিয়েছেন অনেক মা। ঘরে বাইরে অজানা আতংক ! গুজবে অভিভাবকরা শিশুকে ভিটামিন খাইয়ে চিন্তায় পড়েছেন। অনেক বাচ্চাকে ঘন ঘন গোছল ও তেঁতল খাওয়াচ্ছেন। কোথাও কোন শিশু অসুস্থ হওয়ার খবর না মিললেও আতংক যেন কাটছেইনা। সন্ধ্যা এ রিপোর্ট লেখা পর্যন্ত হ্নীলা হোয়াইক্যং বাহারছড়া শাহপরীরদ্বীপ সহ এ বিষয়ে সরকারী বেসরকারী ভাবে সচেতনতা মূলক কোন উদ্যোগের খবর পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,আবাসিক মেডিকেল অফিসার ডা.আবদুল মান্নান ও হ্নীলা স্বাস্থ্য উপ-কেন্দ্রের মেডিকেল অফিসার ডা.শংকরের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন আতংক হওয়ার কোর কারণ নেই। এটি নিছক গুজব ছাড়া কিছু নই। টেকনাফের কোথাও কোন শিশুর মৃত্যু ঘটেনি কিংবা ক্যাপসুল খেয়ে অসুস্থবোধের খবর কোন হাসপাতালে পাওয়া যায়নি বলে দাবী করেন। যে সকল শিশু ভিটামিন এ ক্যাপসুল খেয়েছে তারা সন্দেহাতীত ভাবে নিরাপদে রয়েছে। টেকনাফ হাসপাতালের আবাসিক ডাক্তার আবদুল মান্নান টেকনাফে মাইকিং করা হয়েছে বলে জানান। ===
মমতাজুল ইসলাম মনু
টেকনাফ
মোবাইল নং-০১৮৪৩৭২৫৩৪৩