হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ…
বিশ্ব খাদ্য কর্মসূচীর ফুড ফর এডুকেশন প্রোগ্রামের কো-অর্ডিশন মিটিং গতকাল ১২ জুন দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া প্রধান অতিথি ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচএম ইউনুছ বাঙ্গালী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উখিয়া ও টেকনাফ উপজেলায় শিক্ষা খাদ্য কর্মসূচী (ফুড ফর এডুকেশন প্রোগ্রাম) বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত এনজিও সংস্থা মুসলিম এইড এই সমন্বয় সভার আয়োজন করে। প্রতি ৩ মাস অন্তর এ সভা অনুষ্ঠানের কথা থাকলেও বিগত এক বছর ধরে সভা অনুষ্ঠিত হয়নি। সভায় কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়–য়া, বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডাব্লিউএফপি) সিনিয়র প্রোগ্রাম এ্যসিসস্টেন্ট ম্যাচিং আয়েন, টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, সহকারী শিক্ষা অফিসার আ.ন.ম আব্দুল্লাহ, উলুচামরী সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক হোসাইন আহমদ বক্তব্য রাখেন। এতে শেড- সৌহার্দ্য কর্মসূচীর পিসি শওকত আলী, ব্রাক শিক্ষা কর্মসূচীর প্রতিনিধি, মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন। মুসলিম এইড-ইউকে ডাব্লিউএফপি- এফএফই প্রোগ্রাম জেলা কো Ñ অডিনেটর মোঃ আনোয়ার হোসেন সভা পরিচালনা করেন। ইউএনও শাহ মোজাহিদ উদ্দীন গত ১ বছর যাবত ত্রৈমাসিক সভা না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, ২০১০ সনের সেপ্টেম্বর থেকে পশ্চাৎপদ উখিয়া ও টেকনাফ উপজেলায় অষ্ট্রেলিয়ার সহযোগিতায় ৫৫৯ টি স্কুলে ৭৫ হাজার ৩৮২ জন শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এনজিও সংস্থা মুসলিম এইড -ইউকে। সভায় বিস্কুট বিতরণ ও পানি সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়েছে। ############