নিজস্ব প্রতিবেদক
মসজিদ মাদ্রাসায় সাহায্য করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। মাদ্রাসা থেকে কোরানের হাফেজ তৈরী হয়। যারা বুকে পবিত্র কোরআন শরীফের ৩০পারা সংরক্ষণ করে। মাদ্রাসায় পড়–য়ারা ন্যায় আদর্শবান ও সৎ জীবন যাপনে অব্যস্থ হয়ে ক্ষণিকের জীবন পার করে পরকালের শান্তি কামনা করে। কওমী মাদ্রাসার আলেমেরা দেশ ও সরকারের বিরুদ্ধে নয়। আল্লাহর নবীর আদর্শ ভিত্তিক জীবন যাপনেই প্রকৃত শন্তি। ফক্বিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান গতকাল টেকনাফ আল জামেয়া আল ইসলামীয়ায় বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ওই মাহফিলে ওই মাদ্রাসার বিভিন্ন ক্লাসের মেধাবী ৬২জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করেন। পবিত্র কোরআন শরীফ হিফজ সমাপ্ত কারী ৮ছাত্রকে সুন্নাতী পাগড়ী পরিধান করা হয়। বিশেষ অথিতি ছিলেন, বরিশাল কুয়াকাটার প্রখ্যাত ওয়ায়েজ মওলানা হাফিজুর রহমান সিদ্দকী। এ ছাড়া ওই মাহফিলে এলাকার বিভিন্ন স্তরের হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।