হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ঃ
টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের আমির হোছনের ছেলে মোঃ আরাফাত (৭) নামে এক শিশু বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে । ২৩ মে বৃহস্পতিবার সকাল ৭ টায় ঘটেছে এঘটনা। পরিবার সূত্রে জানা যায়, নিহত মাদ্রাসা ছাত্র মোঃ আরাফাত প্রতিদিনেই ন্যায় নুরানী মাদ্রাসায় যাওয়ার পথে একই এলাকার দিল মোহাম্মদের পুত্র কবির আহমদের বৈদ্যুতিক খুটি থেকে নেওয়া অবৈধ সংযোগ তারের একটি তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। মাদ্রাসা ছাত্র মোঃ আরাফাত সে তার দেখেনি। তাৎক্ষনিক তাকে টেকনাফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। মোঃ আরাফাত টেকনাফ লেঙ্গুরবিল বড় মাদ্রাসার নুরানী বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।