মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ ॥
টেকনাফে বিজিবি’র ৪২ ব্যাটালিয়ানের অধীনস্থ ৭ বিওপি স্থানীয়ভাবে একযোগে মাদকদ্রব্য প্রতিরোধ সংক্রান্ত র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় হোয়াইক্যং, ঝিমংখালী, হ্নীলা, লেদা, দমদমিয়া, সদর, সাবরাং ও শাহপীরদ্বীপ বিওপি’র কোম্পানী কামান্ডার যথাক্রমে ফজলুর রহমান, খলিল আহমদ, সিরাজুল ইসলাম, শাখাওয়াত হোসাইন, জজ মিয়া, নুরুল আমিন, মোঃ রফিক ও মোঃ জাকারিয়ার সভাপতিত্বে স্থানীয় স্কুল মাঠে ‘মাদকদ্রব্য মুক্ত সমাজ চাই- চোরাচালান মুক্ত সীমান্ত চাই’ শ্লোগান নিয়ে একযোগে মাদকদ্রব্য প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র টু-আইসি মেজর শফিুকর রহমান, অপারেশন অফিসার ক্যাপ্টেন এইচ কামরুল হাসান, অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী মুসা, প্যানেল মেয়র মুজিবুর রহমান, কাউন্সিলর দিলরুবা আক্তার, মোঃ ইউনুছ, অধ্যাপক জহির আহমদ, মোহাম্মদ আলী মেম্বার, ছালেহ আহমদ মেম্বার, মাস্টার শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে র্যালী বের করা হয়।