তাহেরা আক্তার মিলি ,টেকনাফ
টেকনাফ ৪২ বিজিবি কর্তৃক এক গুপ্তচর আটক করেছে। মঙ্গলবার রাতে বিজিবি সদস্যরা অবৈধ অনুপ্রবেশের সময় টেকনাফের আড়াই নং স্লুইস এলাকা থেকে তাকে আটক করেছে। গুপ্তচর সন্দেহ আটককৃত ব্যাক্তি হচ্ছে মিয়ানমারের বুচিদং মংডু থানাধীন নয়াপাড়া এলাকার আহমদ রশিদের পুত্র আমীর ফয়সাল(২৫)। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে তথ্য পাচারের সাথে জড়িত থাকতে পারে এমন সন্দেহ করা হচ্ছে এবং এ ব্যাপারে অনুসন্ধান চলছে।
Leave a Reply