মমতাজুল ইসলাম মনু টেকনাফ= টেকনাফের হ্নীলায় চোরাকারবারীরা বিজিবি জওয়ানদের উপর হামলা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার উপজেলার জাদিমুরা নামক স্থানে এ ঘটনা ঘটে। বিজিবি সুত্রে জানা যায়- ১১ মে শনিবার রাত সাড়ে ৮টার দিকে একদল চোরাকারবারী মিয়ানমারে অবৈধভাবে নিত্য প্রয়োজনীয় পণ্য পাচারের উদ্দেশ্যে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা খাল থেকে প্রায় ৫শ’ গজ দক্ষিণ পুর্ব দিকের নাফনদীর কাছে অবস্থান নেয়ার গোপন সংবাদ পেয়ে দমদমিয়া বিওপির হাবিলদার শরিফুর রহমানের নেতৃত্বে বিজিবির বিশেষ টহলদল অভিযান চালালে বিজিবি জওয়ানদের উপর হামলা চালায় পাচারকারীরা। আত্মরক্ষার্থে বিজিবিও হামলা করে পাচারকারীর উপর। এতে বিজিবি ৬ রাউন্ড গুলি ছুঁড়ে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় বিজিবি ঘটনাস্থল থেকে জাদিমুরার নুরুল বশরের পুত্র মোঃ সাদেক (২০) কে আটক এবং ১ লক্ষ ৮ হাজার ২ শ’৫০ টাকা মুল্যের ২০ বস্তা চিনি,১৯ বস্তা ময়দা ও ১টি কাঠের নৌকা জব্দ করে। জাদিমুরা গ্রামের মোঃ সেলিমের পুত্র মোঃ সিরাজ (২০) কে পলাতক আসামী করে অজ্ঞাতনামা আরো অন্তত ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ৪২ বিজিবির টেকনাফ সদর দপ্তরের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ===
মমতাজুল ইসলাম মনু
টেকনাফ
মোবাইল নং-০১৮৪৩৭২৫৩৪৩