*হুমায়ুন রশিদ-টেকনাফ ৪২বিজিবির জওয়ানেরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য মওজুদ করা চিনি ও পাচারকারে বিপূল পরিমান চালসহ কাঠের নৌকা জব্দ করেছে।
বিজিবি সুত্র জানায়-২৫ অক্টোবর ভোররাতে টেকনাফ ৪২বিজিবির দমদমিয়া বিওপির জওয়ানেরা টেকনাফ বরইতলী সংলগ্ন পাহাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমারের পাচারের জন্য মওজুদ করা ৪৫০কেজি চিনি জব্দ করে। অপরদিকে হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার বজলু গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টারদিকে আলীখালী সংলগ্ন নাফনদীতে অভিযান চালিয়ে ১৯বস্তা দেশীয় চাউলসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে। সম্প্রতি ঈদ উপলক্ষে সীমান্তের চোরাকারবারী চক্র বেপরোয়া হয়ে উঠায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাচার আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ############
Leave a Reply