এটিএন ফয়সাল…টেকনাফে ২৪০ ক্যান বিয়ার ও ৩৬ বোতল মদ উদ্ধার করে বিজিবি। গতকাল ৩০ সেপ্টেম্বর রবিবার ভোরে টেকনাফ বিওপি বিজিবির টহলদল নাজিরপাড়া সংলগ্ন আড়াইনং সুইচ গেইট এলাকা থেকে ২৪০ ক্যান আন্ডামান বিয়ার ও ৩৬ বোতল কান্ট্রি ড্রাই জিন মদ উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply