মমতাজুল ইসলাম মনু টেকনাফ =টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে ৬ হাজার পিচ ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি। ৩ মে সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি সদর বিওপির জওয়ানরা বিওপি এলাকার আড়াই নং সুইচ গেট নাফ নদীর কিনারা থেকে হাবিলদার মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এ ট্যাবলেট আটক করে। যার আনুমানিক মূল্য ১৯ লক্ষ ৪৯ হাজার। এ ঘটনায় টেকনাফ বড় হাবির পাড়া এলাকার মৃত অলি আহমদের পুত্র মোহাম্মদ ইলিয়াছ (৩০) কে পলাতক আসামী করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। ৪২ বিজিবি টেকনাফ সদর দপ্তরের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন। ===