নিজস্ব প্রতিনিধি,টেকনাফ। টেকনাফ ৪২ বিজিবি জওয়ানেরা সীমান্ত ও চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১যুবককে আটক করেছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ রোহিঙ্গা নারী পুরুষকে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে।
১৯ফেব্র“য়ারী বিকাল সাড়ে ৩টারদিকে হ্নীলা বিওপি জওয়ানেরা চৌধুরী পাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় হ্লাচিং, ওয়ান্ডু, মংরে, উমিও,মিজে,মংটে,হ্লাচেম,হ্লাচে মং,ছিং ছুয়ে অং ও মউমে চংসহ ১০ মিয়ানমারের রাখাইন নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠায়।এছাড়া শাহপরীর দ্বীপ বিওপি ২জন এবং হোয়াইক্যং বিওপি ৬জন সহ মোট ১৮জন রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠানো হয়। বিকাল ৫টারদিকে দমদমিয়া বিওপির কোম্পানী কমান্ডার জজ মিয়া গোপন সংবাদের ভিত্তিতে ন্যাচারপার্ক সড়কে অভিযান চালিয়ে পায়ু পথে ঢুকিয়ে পাচারের সময় ৯শ ৯২পিস ইয়াবাসহ দমদমিয়া এলাকার কামাল হোসেনের পুত্র মোঃ ফারুক-(২৫)কে আটক করে। আটক ফারুককে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়। টেকনাফ ৪২বিজিবি অধিনায়ক অভিযানের সত্যতা স্বীকার করেন।