হুমায়ুন রশিদ,টেকনাফ : টেকনাফে বসত-ভিটার গাছ কাটতে বাঁধা দেওয়ায় ১মহিলা চুরিকাঘাত হয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়েছে।
সুত্রে জানাযায়-৩০ অক্টোবর সকাল সাড়ে ৮টারদিকে টেকনাফ পৌর এলাকাস্থ উত্তর জালিয়া পাড়ার রিদুওয়ান বেগমের বসত-বাড়ির ৩/৪টি নারকেল গাছ স্থানীয় অছি আহমদের পুত্র জকির আহমদ ও আলী আহমদ কেটে নেওয়ার চেষ্টা চালালে বাঁধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁেধ। উক্ত সংঘর্ষে প্রতিপক্ষের চুরিকাঘাত রিদুওয়ান বেগমের গালে বিদ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। এ নিয়ে এলাকায় ২পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ##############################
Leave a Reply