ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ।
টেকনাফে বন বিভাগের উদ্যোগে রিজার্ভ ভূমিতে জবর দখল প্রতিরোধ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল ১১ জুন সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহীদ উদ্দীনের নেতৃত্বে টেকনাফ রেঞ্জে অভিযানটি পরিচালনা করা হয়। জানাযায়, হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের জাদীমুরা নয়াপাড়া এলাকার পশ্চিমে পাহাড়ের পাদদেশে কতিপয় রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে বন বিভাগের জায়গায় বাড়ী-ঘর নির্মাণ করে স্থায়ীভাবে বসবাসের তৎপরতা শুরু করলে স্থানীয় ভিলেজার ও বন পাহারা দলের সদস্যরা বিট অফিসকে খবর দেন। রোহিঙ্গারা কতিপয় স্থানীয় অসাধু ভূমি জবরদখলকারীর সহায়তায় বসতি নির্মাণের খবর বিট অফিসার রেঞ্জ কর্মকর্তাকে অবহিত করলে রেঞ্জ কর্মকর্তা বিভাগীয় বন কর্মকর্তার (কক্সবাজার দক্ষিণ) নির্দেশে জবর দখল প্রতিরোধ করেন। বন বিভাগ-পুলিশ-বিজিবির যৌথ অভিযানে বন বিভাগের জমি জবর দখল করা স্থানীয় দিলদার বেগম, রশিদ, মনোয়ারা, জুবায়ের, আনোয়ারা, হাবিবুল্লাহ, আবু মুসা, মু: আমিন, পারভীন, আমির হোছন, ওসমান, নুর আলম, হাসিনা, নজির আহমদ সহ ২৪/২৫ টি নির্মাণ প্রক্রিয়াধীন ঘর ভেঙ্গে দেন। বন বিভাগের জমি উদ্ধারের পর ইউ.এন.ও ও রেঞ্জ কর্মকর্তা উপস্থিত স্থানীয়দের সরকারী জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি অচিরেই উদ্ধারকৃত ও পতিত জমিতে দীর্ঘ মেয়াদী বাগান সৃজন করার কথা রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের জানান। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহীদ উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা মীর আহমদ, বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শরিফুল ইসলাম, এস আই আব্দুস শুক্কুর, বিজিবির কোম্পানী কমান্ডার নুরুল আমিন, সাংবাদিক জসিম উদ্দিন টিপু, ছৈয়দুল আমিন চৌধুরী, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বন পাহারা দলের সদস্য, ভিলেজার, অংশীদার বাগানের সদস্য সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
###############