হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ = কালবৈশাখীর ঝড়ে টেকনাফ উপজেলার ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ৭ মে দুপুরে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে নিহত গৃহবধু টেকনাফ উপজেলার সাবরাং মন্ডলপাড়া আবদুল জলিলের স্ত্রী ফাতেমা খাতুন (২৫)। সে দু’ সন্তানের জননী। এদিকে ঝড়ে গাছ উপড়ে পড়ে টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার পাশে বিদ্যুৎ তার ছিঁড়ে গিয়েছে। ৬ মে বিকাল থেকে ৭ মে দুপুর ২ টা পর্যন্ত টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান জানান ঝড়ে তার ইউনিয়নে ৪ টি ফিশিং ট্রলার ভেঙ্গে গিয়েছে। তাছাড়া শতাধিক বসতবাড়ি বিধ্বস্থ হয়েছে। সদর ইউপি চেয়ারম্যান নুরুল আলম ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওঃ হাবিবুল্লাহ জানান ঝড়ে পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে।