ছৈয়দ আলম:::টেকনাফে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কুলাল পাড়া ফুটবল একাদশ ও বড় হাবিবপাড়া তরুন প্রবাহ সংসদকে যুগ্নভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়েছে । ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত টুর্ণামেন্ট কমিটির উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি স্বয়ং এই ঘোষনা দেন । ৮জুলাই বিকাল ৩টায় টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে এখেলা অনুষ্টিত হয়েছিল । দু-দলকেই যুগ্নভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করা হলেও টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত মতে গোল্ডকাপ হস্তান্তর করা হয়নি।