প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সীমান্ত উপজেলা টেকনাফে এবার ৮৬ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্ত ট্যালেন্টদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৯ জন মহিলা। সাধারণের মধ্যে ২৮ জন পুরুষ ও ২৭ জন মহিলা। সম্পুরকের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন মহিলা। ৫ ট্যালেন্ট ও ৫ সাধারণ বৃত্তি পেয়ে টেকনাফ উপজেলা কমপ্লেক্স কেজি স্কুল এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বলাবাহুল্য মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ২০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ১৫০ টাকা করে পাবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত সবাই বছরে এককালীন ১৫০ টাকা করে পাবে। একনজরে টেকনাফের প্রাথমিক বৃত্তির ফলাফল নিন্মরুপ :
ট্যালেন্টপলু বৃত্তি ম- ১৯৬ ৩৩৫ ম- ৩৪৯ ম- ৩৫১ ম- ৩৫৩ ৯০৮ ৯৪৩ ম- ১৪১২ ম- ১৪১৩ ১৫১৬ ১৫১৭ ১৫১৮ ১৫১৯ ম- ১৫৪০ ১৭৯৯ ম- ১৮০১ ১৯১১ ম- ২০৭৯ ম- ২৩০১ ম- ২৩০৫ ২৩৫৭ ২৩৫৯ ২৫৩৫ মহিলা-৯ পুরুষ-১৪ মোট: ২৩।
সাধারন বৃত্তি ১ ম- ১৯৪ ম- ৩৫০ ৩৮৫ ৫৭৪ ৫৭৫ ম- ৬০০ ৭৩২ ম- ৯৫৫ ১৩৯৫ ১৩৯৭ ম- ১৪১৪ ম- ১৪১৭ ১৫১৫ ১৫২২ ১৫৩৬ ম- ১৫৪১ ম- ১৫৪২ ১৫৫৮ ১৫৫৯ ম- ১৫৯২ ম- ১৬০৭ ১৬৩২ ১৬৩৯ ম- ১৬৪২ ম- ১৬৪৪ ১৬৬৩ ১৬৬৮ ম- ১৭১৬ ম- ১৭৭০ ১৭৭৮ ১৭৮১ ম- ১৮০০ ম- ১৮০২ ম- ১৮০৩ ১৮১৪ ১৮১৫ ম- ১৮২৬ ম- ১৮৩০ ১৮৪২ ১৮৪৩ ম- ১৮৬৬ ম- ১৮৬৭ ১৯০৭ ১৯৫৯ ম- ২০৮১ ম- ২৩০৬ ২৪৩১ ম- ২৪৬২ ২৪৭৪ ম- ২৫০৪ ম- ২৫৭২ ২৬০২ ম- ২৬১১ ২৬২২ মহিলা- ২৭ পুরুষ-২৮ মোট: ৫৫ ।
সম্পুরক বৃত্তি ৩৩৬ ৩৪৪ ম- ৫৯৯ ৯১৫ ম- ১৯১২ ১৯৫৫ ম- ২০০৩ ম- ২৩০৩ মহিলা-৪ পুরুষ-৪ মোট: ৮।