হাফেজ মুহাম্মদ কাশেম…বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে গালী দেওয়ায় বিক্ষুব্দ ১ব্যক্তি ২৯ সেপ্টেম্বর ৩ জনকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় অভিযোগ দিয়েছে। অভিযুক্তরা হচ্ছে- সাবরাং লেজিরপাড়া মোজাফ্ফর আহমদের পুত্র গফুর মিয়া(২২) ও মোঃ হেলাল(১৮) এবং মৃত হোছন আহমদের পুত্র মোঃ জাফর(২২)। টেকনাফের ইতিহাসে এধরনের ঘটনা এটাই প্রথম। অভিযোগকারী হ্েচ্ছন- সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া মৃত কালা মিয়ার পুত্র স্থানীয় পর্যায়ের আওয়ামীলীগ নেতা অলি আহমদ। অভিযোগে বলা হয়- ২৯ সেপ্টেম্বর সকালে অভিযুক্তরা সহ অজ্ঞাতনামা আরও ২-৩জন ব্যক্তি আওয়ামীলীগ ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে বাধা দিলে অভিযুক্তরা দা, কিরিছ নিয়ে হামলা চালায়।
Bah!..ki romantic…
ha ha ha ha amra koun deshe bash korsi bhai emon gothona kothao shoni nai ,, not only bangladsh even china cummonist country oikahne o jodi keho President HU JIN TAO k daily gala gali kore kintu emon cham chami ebar teknafe noton kore shuni lam any way ,, allah maaf korok shobhai k, gali dewa bhalo kotha na
allah hafez
gali je dei tar khoti.but a gali ta jodi kono mohan bekti ba neta ke dewa hoi tar pokkhe je shohanovoti dekchi tar laav .
Apnara take tar perappo ta hasil korte dinna please .
gali je dei tar khoti.but a gali ta jodi kono mohan bekti ba neta ke dewa hoi tar pokkhe je shohanovoti dekchi tar laav .
Apnara take tar motlob ta hasil korte dinna please .