টেকনাফ ডেস্ক নিউজ ::: ট্রাফিক পুলিশদের আটককৃত গাড়ি ছেড়ে দেয়ার ঘুষের টাকা গ্রহণের সময় ছবি তুলতে গিয়ে ক্যামেরা হারিয়েছেন প্রথম আলো পত্রিকার টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন । ৬ জুলাই বিকালে টেকনাফ মডেল থানা প্রাঙ্গণে ঘটেছে এ ঘটনা। সন্ধ্যায় এ রির্পোট লেখা পর্যন্ত ক্যামেরা ফিরিয়ে পাননি বলে গিয়াস উদ্দিন জানিয়েছেন। টেকনাফে গতকাল শনিবার কক্সবাজার ট্রাফিক পুলিশ টেকনাফে নাম্বারবিহীন মোটরসাইকেল ও অটোরিক্সা বিরুদ্ধে অভিযান চালায়। বিকেল ৪ টায় টেকনাফ মডেল থানায় কক্সবাজার ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানের তথ্য জানতে গিয়ে ও ছবি তোলার দায়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়া এবং সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। প্রত্যদর্শী ও স্থানীয় সাংবাদিকরা জানান, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের ট্রাফিক পুলিশ টেকনাফে নিবন্ধন বিহীন মোটরসাইকেল ও অটোরিক্সা জব্দ করে থানায় নিয়ে আসে। এসময় স্থানীয় সাংবাদিকরা তথ্য জানতে থানায় গেলেও তারা কোন রকম তথ্য জানাতে সম্মত হয়নি। এমনকি অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা তাদের পরিচয়ের নামফলক খুলে ফেলেন। এসময় সাংবাদিকরা ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর অমিতাভকে আটককৃত গাড়ির সংখ্যা জানতে চাইলে তিনি জানা নেই বলে জবাব দেন । এরপর তার নাম জিজ্ঞেস করা হলে বলেন – নাম দিয়ে কাম কি ? এসময় কনষ্টেবল সৌরভ বড়–য়া ও কনষ্টেবল মোঃ ইউনুছ ড্রাইভার প্তি হয়ে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রথম আলো টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের সনি ডিএসসি-এইচ ৫০ ক্যামেরায় ট্রাফিক পুলিশদের অবৈধ লেনদেনের ছবি তোলা ক্যামেরাটি ছিনিয়ে নেয়। এব্যাপারে সার্জেন্ট ইন্সপেক্টর অমিতাভকে ক্যামেরার বিষয়ে অভিযোগ করলে তিনি বলেন, ক্যামেরা কি আমি নিয়েছি ? আপনার কনষ্টেবলরা ক্যামেরা নিয়েছে বললে আমার করার কিছু নেই বলে জবাব দেন।
নিন্দাঃ
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মীর ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ােভ প্রকাশ করেছেন প্রেসকাবের প্রতিষ্টা সভাপতি ও দৈনিক কক্সবাজার বার্তার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ ছৈয়দ হোসাইন, টেকনাফ প্রেসকাবের আহবায়ক হাফেজ মুহাম্মদ কাশেম, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী ও আবদুর রহমান, টেকনাফ সাংবাদিক কল্যাণ সমিতি(টেসাস)’র সভাপতি মোঃ ছালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র ও সাংবাদিক আব্দুল্লাহ মনির, টেকনাফ নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সাইফী, বার্তা সম্পাদক নুর হাকিম আনোয়ার, টেকনাফে কর্মরত সাংবাদিকদের মধ্যে- আবুল কালাম আজাদ, আশেক উল্লাহ ফারুকী, মমতাজুল ইসলাম মনু, শামসুল আলম শারেক, জেড করিম জিয়া, আবুল আলী, জিয়াবুল হক, গিয়াস উদ্দিন ভূলূ, আমান উল্লাহ আমান, মোঃ কাইয়ুম, মোঃ শাহীন, তাহেরা আক্তার মিলি, ছৈয়দ আলম, মোঃ জুবাইর, আমান ওয়াহিদ, ছৈয়দুল আমিন,জাহাঙ্গীর আলম, শাহিনশাহ, জাফর আলম প্রমূখ।#########