হাফেজ মুহাম্মদ কাশেম … টেকনাফে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। টেকনাফ উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্টানে হ্নীলা পানখালী গ্রামের আবু ছিদ্দীকের পুত্র টেকনাফ সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীতে পড়–য়া শারিরীক প্রতিবন্ধী মোঃ মিজানুর রহমানের হাতে ভাতার চেক হস্তান্তর করা হয়। টেকনাফ উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সিরাজ উদ্দিন ও সুপারভাইজার মোঃ গিয়াস উদ্দিন ভাতার চেক তুলে দেন।
উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সিরাজ উদ্দিন জানান, টেকনাফ উপজেলায় ১১৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থী সরকারের ভাতা সুবিধা পাচ্ছে। এর মধ্যে প্রাথমিক স্তরের ৬৩ জন মাসিক ৭৫০ টাকা হারে, মাধ্যমিক স্তরের ৪৩ জন মাসিক ৮০০ টাকা হারে এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৮ জন মাসিক ৯০০ টাকা করে ভাতা পাচ্ছে। ##
Leave a Reply