শাহীনশাহ, টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যংয়ে প্রকাশ্যে ইয়াবা ছিনতাই করেছে এক যুবক।এনিয়ে হেয়াইক্যংয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।জানা যায়, গত ২৭মার্চ রাত ৮টায় এক পাচারকারী টেকনাফ থেকে ইয়াবা নিয়ে যাওয়ার পথে হোয়াইক্যং চেক পয়েন্টকে ভয় করে বিকল্প পথ হোয়াইক্যং উত্তরপাড়া কাচা সড়ক দিয়ে যায়।অপরিচিত লোক এলাকায় আগমন দেখে হোয়াইক্যং উত্তর পাড়া গ্রামের মোঃহোসেনের পুত্র মোস্তফা কামাল প্রকাশ বাঁনু ও তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে পাচারকারীকে আটক করে নির্জনে নিয়ে যায়।পাচারকারীর কাছ থেকে কৌশলে ১হাজার উচ্চ দামের ইয়াবা ছিনিয়ে নিয়ে গা ঢাকা দেয় বলে এলাকাবাসী জানান।ছিনতাইকারীর বিরুদ্ধে আগে ও বিভিন্ন ধরনের ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। হোয়াইক্যং বিজিবির কোম্পানী কমান্ডার মোঃসিরাজ বলেন, এ ব্যাপারে বলেন,বিষয়টি শুনে আমরা অভিযান চালিয়েছি কিন্তু সঠিক তথ্য না পাওয়ায় ছিনতাইকারী আটক করতে পারেনি। এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাড়ীঁর ইনচার্জ মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান- এ ব্যাপারে আমি অবগত নয়, তবে সুনিদির্ষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।