হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ পৌর কাউন্সিলর প্যানেল মেয়র-৩ রুবিনা আকতার রুবির বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে। এব্যাপারে রুবিনার চাচা বাবুল আহমদ বাদী হয়ে ১২ জনকে অভিযুক্ত করে গতরাতে টেকনাফ মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তরা হচ্ছে- ছালামতুল্লাহ(৩৩), মোঃ সেলিম(৩৭), মোঃ আলম(৩৩), মোঃ ইসমাইল(৩৭), ইয়াকুব(৩০), কালু ডাকাত(৩৮), নুরুল কবির (৩৫), মংগ্রি(৩২), কালু(৩৩), আয়ুব আলী(৩২), ছলিম(৩৩), ইসমাইল প্রকাশ বল্লী(৩২)। কাউন্সিলর রুবিনা আক্তার জানান- সকাল ১১টার দিকে পৌরসভায় আইন শৃংখলা বিষয়ক সভায় যোগ দিতে তিনি প্রস্তুত হচ্ছিলেন। এসময় একটি সিএনজি থেকে বাচাও বাচাও চিৎকার শুনে চাচা বাবুল আহমদকে উদ্ধার করতে পাঠান। তিনি আরও বলেন- সিএনজিতে কয়েকজন আরোহী ছিল। সিএনজির আগে ও পরে ২টি মোটরসাইকেল ছিল। তাঁর চাচা বাবুল আহমদ পিছনের মোটরসাইকেলে উঠে কিছুদুর পিছু ধাওয়া করে। মোটর সাইকেলটি চালাচ্ছিল মোঃ আলম। সে দাবী করেছে সিএনজি আরোহী ও আগের মোটর সাইকেলের আরোহী তার লোক। এরপর মোটর সাইকেল আরোহী মোঃ আলমসহ মোটর সাইকেলটি টেকনাফ পৌর সভায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। জানা গেছে- সিএনজিতে চিৎকার করা লোকটি বড়ধরণের ইয়াবার চালান নিয়ে শাহপরীরদ্বীপ থেকে টেকনাফ এসে এদের খপ্পরে পড়েছিল। মোটরসাইকেল আরোহী মোঃ আলমকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। এদিকে মোটর সাইকেল আরোহি মোঃ আলমকে মহিলা কাউন্সিলর রুবিনা আক্তার রুবি আটক করেছে মর্মে খবর ছড়িয়ে পড়লে লম্বা দা, কিরিছ ও কাটা বন্দুক নিয়ে বেশ কিছু লোক রুবিনা আক্তার রুবির পৈতৃক নিবাস পুরান পল্লানপাড়া কবির আহমদ মাতবরের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। #
robi ekon nijeke public lider vaben naki police officer vaben?ngj parate rubi k niae ekta nahoy ekta problem lege thake.shenes paper er shironam.
kichodin ageo rubir dulabhai yaba niae greftar hoyeche.
rubir bhai samad nije ekjon yaba bebsai.
deklam mamlar badi dakat babul.
4 mash hoynay 14 bosor shaja shes kore jail teke esheche.
tay mr. newsta abar review korle vhalo hobe.nahoy onek prosner sommokin hoben.