টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৫ পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ও সকালে টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে এস আই মোঃ সোহেল ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি আব্দুল মোনাফসহ পুলিশের পৃথক টিম টেকনাফ, হ্নীলা, বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে জি আর, সি আর, নারী ও শিশু মামলার ১৫ পলাতক আসামীকে ধৃত করে।
আটককৃত আসামীরা হচ্ছে, টেকনাফ ও হ্নীলা এলাকার মোঃ কায়েস, আজিজুর রহমান, মোঃ হোসন, হেলাল উদ্দিন, আমির হোসন, মাহবুবুর রহমান, মোঃ রহিম, নূর বশর, আবুল কালাম, মোঃ তৈয়ুব, হোয়াইক্যং এলাকার রমজান আলী, নূর হোসেন, ও মোঃ জমির হোসেন। আসামীদের কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply