হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ
=টেকনাফ মডেল থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ২জনকে আটক করা হয়েছে। তম্মধ্যে ১ জন নারীও রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়- মাদকদ্রব্য বিক্রির গোপন সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার এসআই আবদুল আউয়াল ২৯মে গভীর রাতে সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়া সৈকত এলাকায় অভিযান চালিয়ে ২১ ক্যান বিয়ার ও ৫ বোতল বিদেশী মদসহ এলাকার মক্ষীরানী হিসাবে খ্যাত মৃত মোক্তার হোছনের স্ত্রী ছেনুয়ারা বেগম ওরফে খুরশিদা (৩৫)কে আটক করে। উক্ত মামলায় ৩জনকে পলাতক আসামী করা হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে তাদের নামঠিকানা পুলিশ প্রকাশ করেনি। খুরশিদাকে আটক করে থানায় আনার পর বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ছাড়িয়ে নিতে ব্যাপক তদবির করেছে বলে জানা গেছে। খুরশিদা মাদক ব্যবসা ছাড়াও অনৈতিক কাজে লিপ্ত ছিল এবং ইতিপূর্বে একই অভিযোগে আরও আটক হয়েছিল বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এদিকে গতকাল ২৯মে সকাল ৯টার দিকে এসআই ইয়াছিন হ্নীলা ফুলের ডেইল এলাকার দুদু মিয়ার পুত্র নুর মোহাম্মদ (৩১)কে ৩০প্যাকেট (পুরিয়া)গাঁজাসহ নিজ পানের দোকান থেকে আটক করে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় পৃথক মামলা হয়েছে। #