টেকনাফে সন্ত্রাস নাশকতা চোরাচালান প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত
শাহীনশাহ,টেকনাফ =
শাহ মুজাহিদ উদ্দিন বলেছেন, সন্ত্রাশ নাশকতা ও চোরাচালন বন্ধ করতে সবার আন্তরীক সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি কারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবান জানান।গতকাল শনিবার সকাল ১১টায় হোয়াাইক্যং মডেল ইউনিয়ন পরিষদের হলরুমে সন্ত্রাস ও নাশকতা চোরাচালান প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্পীতি রক্ষা বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে প্যানেল চ্যায়ারম্যান জাহেদ হোসাইনের পরিচালনায় হোয়াইক্যং বিওপির কোম্পনী কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মংচালু চৌধুরী, মুস্তফা কামাল চৌং মুসা, রূপন কান্তি বড়ূয়া,তাহের নঈম এবং এএসআই দ্বীপক চন্দ্র ধর,সচিব শেখ ফরিদু আলম মত বিনিময় সভায় বক্তব্য রাখেন। এ সময় শিক্ষক, ইমাম, ব্যাবসায়ী, চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবি অংশ নেন। পাশাপাশি ২০১০ আজকের এই দিনে অথাৎ ১৫ জুন প্রবল বর্ষণে পাহাড় ধ্বসে হোয়াইক্যং ইউনিয়নের ২২ জন প্রাণ হারায়। মরহুমদের স্বরণে শোক ও দোয়া করা হয়।
টেকনাফে যে সব পাহাড়ে জন বসতি
পৌরসভাঃ নাইট্যং পাড়া, পল্লান পাড়া,
টেকনাফ সদর ইউনিয়নঃ , মাঠ পাড়া, পল্লান পাড়া, বরইতলী,কেরুনতলী,
হ্নীলাঃ উলুচামারী , পানখালী, নয়া পাড়া,মোচনী, মরিচ্যাঘোনা,রোজার ঘোনা, আলী আকবর পাড়া, জাদীমূড়া, লেচুয়া প্রাং,আলী খালী।
হোয়াইক্যং ঃ কেরুনতলী,কাটাখালী, বালুখালী, হোয়াইক্যং ,আঁধারী ছড়া,দৈংগ্যাকাটা, লাতুরী খোলা,আমতলী,জোয়ারীখোলা, রইক্ষ্যং, কান্জর পাড়া, ঝিমংখালী, কম্বন।
বাহারছড়াঃ শামলাপুর, কচ্ছপিয়া, উত্তর শীলখালী, দক্ষীন শীলখালী চাকমা পাাড়া, বাইন্যাপাড়া, জাহাজ পুরা,মনখালী,বড়ডেইল, মারিশবনিয়া,হাজম পাড়া,মাথা ভাঙ্গা,নোয়া খালী।
বিঃদ্রঃ ২০১০ সালের আজকের এই দিনে প্রবল বর্ষণ ও ঘূর্ণিঝড়ের কারণে পাহাড় ধ্বসে ৩৩ জন নিহত হন।
হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা, মহি উদ্দিন ঃ ০১৮৩১৮৮৫১১৩
হোয়াইক্যং বিট অফিসার আনোয়ার হোসেনঃ ০১৭১১১৩০৬৬৭
রইক্ষ্যং বিট অফিসার, মনিরুল ইসলামঃ ০১৮১৮২০৮৩৬২
ঝিমংখালী বিট অফিসার, তৈয়মুর রহমানঃ০১৭২০৯১৪৩৪২
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা,মীর আহমদঃ ০১৯১২৯৯৪৫৭৫
শীলখালী রেঞ্জ কর্মকর্তা,তরিকুল ইসলামঃ০১৮২৭৫৭০৭০৩