হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ঃ
টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়ায় পানি চলাচলের ছড়া জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে বৃষ্টির পানি এবং পাহাড়ী ঢল পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হওয়ায় শামলাপুর সড়কের দরগাহছড়া পয়েন্টে মারত্মক ভাঙ্গণ এমনকি কবরস্থানের দেয়াল ভেঙ্গে গিয়েছিল। স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল কাসেম জানান- মৌঃ মীর আহমদের পুত্র মোঃ আমিন দরগাহছড়ার ছড়া জবর দখল করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি এব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ দাবী করেছেন।###############
Leave a Reply