এটিএন ফায়সাল… টেকনাফ সীমান্তে ঢাকাগামী বাস তল্লাশি করে এক পাচারকারীসহ মিয়ানমারের দুই নারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহেদ হোসাইন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে জাওয়ানরা ঢাকাগামী একটি বাস তল্লাশি করে তাদের আটক করে।আটকৃতরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানায়, বুধবার মিয়ানমারে নাগরিক জুনাইদ নামে এক যুবক অবৈধভাবে মিয়ানমারের থেকে সেতারা ও আনোয়ারা নামে দুই নারীকে টেকনাফ নিয়ে আসে । পরে তাদের চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল।এ ঘটনায় জুনাইদকে পাচারকারী ও আটক করা দুই নারীকে ভিকটিম দেখিয়ে মামলা হয়েছে।
Leave a Reply