মমতাজুল ইসলাম মনু টেকনাফ…
সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে মোহাম্মদ সেলিম নামের এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড তাজা কার্টুজ উদ্ধার করে। নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ ড.কামরুজ্জামান জানান, সোমবার সকাল নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই ওয়ালীউর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স ক্যাম্পের শেডে শেডে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ক্যাম্পের কুখ্যাত সন্ত্রাসী চিহ্নিত ডাকাত ও একাধিক মামলার আসামী মৃত খলিলুর রহমানের পুত্র মোহাম্মদ সেলিম (৩৫) কে ই ব্লকের মসজিদের সামনে থেকে আটক করে। এসময় তার বগলে লুকিয়ে রাখা ৫ রাউন্ড তাজা কার্টুজ উদ্ধার করে পুলিশ। আটক ডাকাত সেলিম নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি ব্লকের ৫ নং শেডের ১০১২ নং বাসার রেজিস্ট্রিভুক্ত বাসিন্দা বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিস্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে। ====