হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ…
নেকম টেকনাফ উপজেলার ৩টি উপকূলীয় ইউনিয়নের প্রকল্পভূক্ত এলাকায় ৫৩জন ভিসিজি সদস্য কৃষক-কৃষাণীর মাঝে শীতকালীন ৬টি জাতের সবজি বীজ বিতরণ করেছে । প্রকল্পভূক্ত ৩টি ইউনিয়ন হচ্ছে, বাহারছড়া, টেকনাফ সদর, সাবরাং । তাছাড়া এই মৌসূমে ১৭টি সবজি ও উচ্চ ফলনশীল (উফশী) ধানের প্রদর্শণী প্লট করেছে । মৌসূমী শাক-সবজি বীজের মধ্যে রয়েছে- লাল শাক, পালং শাক, মূলা, মিষ্টি কুমড়া, করলা ও বরবটি । নেকমের কনজারভেশন বায়োলজিষ্ট কৃষিবিদ মোঃ কামরুল আহসান জানান- প্রকল্পভূক্ত ৩টি ইউনিয়নের ৫৩জন ভিসিজি সদস্য কৃষক-কৃষাণীদের মাঝে এসব বীজ বিতরণ এবং প্রদর্শণী প্লট করা হয়েছে । প্রদর্শণী ১৭টি প্লটের মধ্যে রয়েছে- মিষ্টি কুমড়া ৩টি, বাদাম ৬টি, গাজর ৩টি, টমেটো ১টি, করলা ১টি, ভূট্রা ১টি এবং উচ্চ ফলনশীল বিনাধান-৮ (উফশী) ২টি । প্রদর্শণী প্লটগুলোতে বীজ ও সার দেয়ার পাশাপাশি কৃষকদের প্রযুক্তিগত সাপোর্ট দেয়া হচ্ছে । ইতিমধ্যেই কৃষকদের জমিতে বীজ বুনন সম্পন্ন হয়েছে । মিষ্টি কুমড়ার ৩টি প্লট হচ্ছে- শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ার আবদুল মন্নান, উত্তর মহেষখালীয়াপাড়ার মাবিয়া খাতুন, বড়ডেইলের নুর হোসেন । বাদামের ৬টি প্লট হচ্ছে- শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ার হাফেজুল্লাহ, দক্ষিণ মহেষখালীয়াপাড়ার নুরুল বশর, উত্তর মহেষখালীয়াপাড়ার লালমিঞা ও দলিল আহমদ, শীলখালীর মোঃ সিরাজ ও শাহ আলম । গাজরের ৩টি প্লট হচ্ছে-শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার ছালামতুল্লাহ, উত্তর মহেষখালীয়াপাড়ার হোছনাবানু, শামলাপুরের মোঃ ছাইফুল্লাহ । টমেটোর ১টি প্লট হচ্ছে- শীলখালীর মোঃ আলী । করলার ১টি প্লট হচ্ছে- উত্তর মহেষখালীয়াপাড়ার সিরাজমিঞা । ভূট্রার ১টি প্লট হচ্ছে- উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ একেএম হুমায়ূন কবির । উচ্চ ফলনশীল (উফশী) বিনাধান-৮ এর ২টি প্লট হচ্ছে- সাবরাং খুরেরমুখ মোঃ ইউনুচ ও শামলাপুরের আনোয়ারুল ইসলাম । #