হাফেজ মুহাম্মদ কাশেম.টেকনাফ =
‘প্রসূতি মায়ের যতœ নিন- মাতৃমৃত্যু রোধ করুন’ প্রতিপাদ্য নিয়ে ২৮মে টেকনাফে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এনজিও সংস্থা সূর্য্যের হাসি ক্লিনিক, শেড, মেরী স্টোপ্স ক্লিনিক, ব্রাক ও হিতৈষী বাংলাদেশের সহযোগিতায় টেকনাফ উপজেলা হেল্থ কমপ্লেক্স এই কর্মসূচীর আয়োজন করে। হাসপাতাল মিলনায়তনে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আবদুল মান্নানের সভাপতিত্বে সূর্য্যের হাসি ক্লিনিকের কো-অর্ডিনেটর অজয় কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সামসুজ্জামান রকিবুনেচ্ছা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আতাউর রহমান ও উপজেলা পঃপঃ কর্মকর্তা শ্র“তি পূর্ণ চাকমা। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শেড সৌহার্দ্য কর্মসূচীর মনিরুল আমিন, হিতৈষী বাংলাদেশের ম্যানেজার তোজাম্মেল হোসেন। আলোচনা সভার আগে র্যালী হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এতে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা -কর্মচারী এনজিওকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্টানে সমন্ধয়কারীর দায়িত্ব পালন করেন টেকনাফ হাসপাতালের প্রধান সহকারী দেবতোষ দেব। ####