হেলাল উদ্দিন,টেকনাফ: টেকনাফ উপকূলীয় এলাকা থেকে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নিখোঁজ ১২ জেলের মধ্যে ১০ জনকে উদ্ধার করেছেন হাতিয়া উপজেলার জেলেরা।বৃহস্পতিবার সকালে নিখোঁজ ১১ জেলের মধ্যে পৃথকভাবে ১০ জনকে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারার কাদিরা ঘাটের জেলেরা উদ্ধার করেন। সেখানকার স্থানীয় কোল্ড স্টোর মালিক আবদুর রহমান উদ্ধারকৃত জেলেদের খাদ্য ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছেন বলে মোবাইলে জেলেদের পরিবারকে এই তথ্য জানান।
উদ্ধারকৃতরা হলেন আবদুল মালেক, আতা উল্লাহ, আবদুল্লাহ, নূরুল আলম, সৈয়দ আলম, সাইফ উল্লাহ, রহমত উল্লাহ, করিম উল্লাহ, ছলিম উল্লাহ ও সফি উল্লাহ। তারা সবাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার বাসিন্দা। উদ্ধারকৃতদের ফিরিয়ে আনতে হাতিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন।
টেকনাফ সদর ইউপির সদস্য উমর হাকিম বলেন, “সোমবারের নূর আহাম্মদ ওরফে সূর্য মিয়ার মালিকাধীন নৌকাডুবির ঘটনায় চারজন উঠে আসতে সক্ষম হলেও এখন পর্যন্ত শাহ আলম নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।”
উল্লেখ্য, ২৮ মে টেকনাফে ঝড়ো হাওয়ার কবলে পড়ে সাগরে ডুবে গেছে তিনটি ইঞ্জিনচালিত মাছধরার নৌকা। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের সমুদ্র উপকূলে ডুবে যাওয়া ওই নৌকাগুলোর কমপক্ষে ১২ মাঝি ও জেলে নিখোঁজ হয়েছিলেন।