শাহীনশাহ,টেকনাফ= টেকনাফে নাফ রেডিও উদ্যোগে “সীমান্ত শিশু ক্লাব’র শিশুদেরকে রেডিও বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দীন ও চট্রগ্রামস্থ ইউনিসেফ এর কমিউনিকেশন ফর ডেপলপমেন্ট অফিসার গীতা দাস শিশুদের হাতে ২ টি রেডিও তুলে দেন। এ সময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দীন ক্লাবের শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের দেশের ভবিষৎ। রেডিও নাফের সম্প্রচারিত অনুষ্টান শ্রবণের পাশাপাশি ভালভাবে লেখাপড়ার মাধ্যমে মানুষের মত মানুষ হয়ে দেশের সেবা করার উপযোগী হয়ে নিজেকে সমাজে প্রতিষ্টিত করো। এছাড়া ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেপলপমেন্ট অফিসার গীতা দাস বলেন, তোমাদেরকে রেডিও নাফের সাথে হাসিমুখে অংশগ্রহণের এই চিত্র দেখে আমি সত্যিই মুগ্ধ। তাই তোমাদের যেকোন সমস্যায় সহযোগীতা করতে আমরা সবসময় প্রস্তুত আছি। শ্রোতা ক্লাব চালিয়ে যাওয়ার ধারা চলমান আর রেডিওর সাথে সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় রেডিও নাফের স্টেশন ম্যানেজার আমিনুল ইসলাম (হুমাযুন), নিউজ প্রেজেন্টার ও রিপোর্টার সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, প্রডিউসার জাহাংগীর আলমসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, ব্র্যাক প্রতিনিধি, মিডিয়া কর্মীগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রেডিও নাফের পক্ষ থেকে ইউনিসেফের অর্থায়নে কোডেকের নির্মিত লেদা ও জাদিমোরা শিশু বান্ধব কেন্দ্রে ১ টি করে রেডিও বিতরণ করা হয় ।