হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ
দুর্যোগ ও জলবায়ু ক্ষতি ব্যবস্থাপনা বিষয়ক টেকনাফ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ২দিন ব্যাপি প্রশিক্ষণ গতকাল ১০ জানুয়ারী সম্পন্ন হয়েছে। সৌহার্দ্য-২ শেড এর সহযোগিতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থপনা কমিটির ২দিন ব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশ্ক্ষিণে আনুষ্ঠানিক উদ্ভোধন করেন টেকনাফ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচ এম ইউনুছ বাঙ্গালী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন উদ্ভাধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পিসি মোঃ শওকত আলী এবং টিও আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত ২দিন ব্যাপি এ প্রশিক্ষণে কেয়ার প্রতিনিধি ইঞ্জিঃ বাবুল আয়াজ, প্রোগ্রাম অফিসার জয়নাল আবেদনী, সিপিপি প্রতিনিধি আব্দুল মতিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ একেএম হুমায়ুন কবির, কৃষি অফিসার আব্দুল লতিফ, সমাজ সেবা অফিসার আব্দুল মান্নান, মেডিকেল অফিসার ডাঃ আয়াত উল্লাহ। এ প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ ও বাংলাদেশ, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক রূপরেখা ও স্থায়ী আদেশাবলী, দুর্যোগ ও উন্নয়ন, দুর্যো পূর্বাভাস ও সতর্কীকরণ, দুর্যোগ জরুরী সেবা প্রদান, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ ঝুঁকি ও ঝুঁকি হ্রাস, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন অভিযোজন ও আপদকালীন পরিকল্পনা প্রণয়ন, আপদকালীন পরিকল্পনা, দুর্যোগে সমন্বয় সাধন, কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ অংশ গ্রহণ করেন। ###########