হাফেজ মুহাম্মদ কাশেম … টেকনাফে মোটরসাইকেল দুর্ঘটনায় ঔষধ কোম্পানিতে কর্মরত মেহেদী হাসান নামে এক প্রতিনিধি নিহত হয়েছেন। নিহত মেহেদী হাসানের বাড়ি সাতক্ষীরা। প্রয়োজনীয় আইনগত আনুষ্টানিকতা শেষে নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরা দাফনকাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহ—সভাপতি আবু সুফিয়ান জানান, টেকনাফে কর্মরত এসএমসি ফার্মার প্রতিনিধি মেহেদী হাসান (৩৭) রবিবার ২৮ ফেব্রুয়ারি সকালে অফিশিয়াল কাজে টেকনাফ থেকে শামলাপুর যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আহতবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় এসএসসি ফার্মার ম্যানেজার মোহাম্মদ মুজাহিদ, কক্সবাজার জেলা ফারিয়া সভাপতি রফিকুল ইসলাম, টেকনাফ ফারিয়া উপদেষ্টা নুরুল কবির উপস্থিত ছিলেন। পারিবারিক সিদ্ধান্তে নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরা দাফন কাজ সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, দুই শিশু সন্তান ৬ বছরের ছেলে ৩ বছরের মেয়ে রেখে গেছেন।
এদিকে কোম্পানীর কাজে কর্মরত অবস্থায় মেহেদী হাসান নিহত হওয়ায় বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহ—সভাপতি আবু সুফিয়ান, টেকনাফ ফারিয়া সভাপতি নুরুল ইসলাম, সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের নিকট সমবেদনা জানিয়েছেন। ##
Leave a Reply