আমান উল্লাহ আমান, টেকনাফ টেকনাফে ঈদকে সামনে রেখে ডাকাতি প্রস্তুতির শালা-পরামর্শকালে দু’ডাকাতকে আটক করেছে পুলিশ। ১৮ আগষ্ট শনিবার সাড়ে ১২ টায় হ্নীলার দমদমিয়া গ্রামে ৭/৮ জন লোক রাস্তার ধারে পরামর্শ করতে দেখলে এলাকার মানুষের সন্দেহ হয়। এলাকাবাসী দ্রুত স্থানীয় মেম্বার মোঃ আলীকে অবহিত করলে তিনি নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের পুলিশসহ উপস্থিত হলে ডাকাতরা দিকবিদিক পালিয়ে যায়। এ সময় পুলিশ নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের ৯০৪ নং শেডের (এমআরসি নং- ৪২৮৭৭) কুখ্যাত ডাকাত মোঃ ফয়েজ উল্লাহর পুত্র নুরুল আলম(২৪) ও পটিয়ার হাইটগাঁও এলাকার মৃত রশিদ আহমদের পুত্র মোঃ আলী(৩৩)কে আটক করতে সক্ষম হয়। নয়াপাড়া শরনার্থী পুলিশ ক্যাম্পের এস, আই শাহজাহান এ অভিযানের নেতৃত্ব দেন। উল্লেখ্য- গত ১৪ আগষ্ট দমদমিয়া গ্রামে সেহেরীর শেষ পর্যায়ে ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল নুর আলীর বাড়ীতে স্বশস্ত্র হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট এবং মারধর করে বাড়ীর লোকজনদের আহত করে।
আমান উল্লাহ আমান
টেকনাফ
০১৮১৫০৭৯৬৮১
Leave a Reply