মমতাজুল ইসলাম মনু টেকনাফ
টেকনাফ সীমান্ত দিয়ে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাবার প্রস্তুতিকালে ১ আদম দালালসহ ৯ মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করেছে বিজিবি। ৮ মে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় বিওপির নায়েক সুবেদার আসাদের নেতৃত্বে শাহপরীরদ্বীপ উত্তর পাড়া এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-যশোর জেলার মণিরামপুর থানার মোরাগাছা গ্রামের মোঃ বজলুর (৩০) পিতা-মোঃ সিরাজ,হযরত আলী (৩৫) পিতা-হারুণ দফাদার,মোঃ হযরত আলী (৩২) পিতা-আকবর আলী,প্রদ্বীপ (২৪) পিতা-বিপুল চন্দ্র বিশ্বাস,মোঃ বিল্লাল (৩৫) পিতা-খলিল মোড়ল,মোঃ তরিকুল (২৬) পিতা-মোঃ হাসেন আলী,আবুল খাইর (৩২) পিতা-মৃত খালেক মোড়ল,সালাহ উদ্দিন (৩০) পিতা-মুজিবুর ও দালাল মোঃ শফিকুল ইসলাম (৩২) পিতা-মৃত কাবিল সরদার। শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার আবদুল মোতালেবের পুত্র মোঃ দেলোয়ার (৩৫) ও একই গ্রামের মৃত বশিরের পুত্র মোঃ সফিক প্রকাশ বাইল্লাকে পলাতক আসামী দেখিয়ে থানায় মামলা করা হয়েছে বলে জানান টেকনাফ ৪২ বিজিবি সদর দপ্তরের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান। ===