প্রেস বিজ্ঞপ্তি…টেকনাফে পুলিশের হামলায় আহত আব্দুল¬াহর পিতা আলী আহমদ চেয়ারম্যান কে দেখতে গতকাল হাসপাতালে যান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী ও টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার কামাল চৌধুরী,ছাত্রদল নেতা মোঃ আলী মেম্বার,মো কাইয়ুম সহ বিএনপির বিভিন্ন অংগ সংগঠন । শাহজাহান চৌধুরী এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, সরকার দলীয় এমপি আবদুররহমান বদি ই দায়ী। তিনি বলেন,একজন সাংসদের উপস্থিতিতে এ ধরনের ঘটনা কোন দিন কাম্য নয়। কয়েকদিন আগে একটি টিভি চ্যানেলে ইয়াবা সংক্রান্ত রিপোর্টে বিএনপি নেতা আবদুল্লাহ সরকার দলীয় এমপির বক্তব্য দিয়েছিলেন। ওই বিষয়টি নিয়েও আবদুল্লাহর বাবার মার্কেটে তাকে নাজেহাল করেন।পরে থানায় নিয়ে পুলিশ তাকে মারধর করে বলে জানান।উলে¬খ্য, বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহর পুত্র খুনের ঘটনায় এমপি বদির সংশি¬ষ্টতা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে তার।রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এমপি বদি বিভিন্ন মামলা দিয়ে তাকে হয়রানী করে আসছে বলে আব্দুল¬াহর পিতা অভিযোগ করেছেন।
বদি তার ক্ষমতার অপব্যবহার করে যাকে তাকে মারধর করেছে আগামী নিবাচনে অবশ্যই এর প্রভাব পড়বে ।
teknaf news fatreka fiye amra kob kose teknaf news baher hoyar age amra fora fore kobar faitam na doya kare allah jeno sabai ke sostu rake allahr ebadad kare jonogoner hedmad karar tawfik dan karuk ameen
akhawn bozhbena mp badi, mp badi jemon 2 pa 2 haatwala ekjon manosh amra’o tik temon. augami nirbasone mp badi ke bozhiea sardbo inshallah,amra aushci. shalar criminal mp toi ready haw.