হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ
সরকারী হাসপাতালে চাকুরীরত ও কর্মরত ডাক্তারদের ‘সার্বক্ষণিক রোগী দেখছেন’ বলে প্রচারণা চালিয়ে রোগীদের সাথে প্রতারণা চালিয়ে যাচ্ছে টেকনাফের একটি হেল্থ কেয়ার। টেকনাফের বাহারছড়া শামলাপুর আল হোসাইন হেল্থ কেয়ার কত্তৃক ৫ জন ডাক্তার সার্বক্ষণিক রোগী দেখছেন বলে উল্লেখ করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। ডাক্তারগণ হলেন- ্ডাঃ আতিকুল হক(আরএমও), ডাঃ খাইরুন্নেছা মুন্নী, ডাঃ এনামুল হক, ডাঃ ফারুক মোঃ মহসিন, ডাঃ মাহফুজুর রহমান। রাত-দিন ২৪ ঘন্টা খোলা, নিজস্ব এম্বুলেন্স রয়েছে এবং ডাক্তারগণ সার্বক্ষণিক রোগী দেখছেন বলেও প্রচারিত বিজ্ঞাপনে উল্লেখ রয়েছে। স্থানীয় সাধারণ মানুষ, রোগী, জনপ্রতিনিধিসহ অনেকেই জানিয়েছেন বিজ্ঞাপনে উল্লেখিত ডাক্তারদের মধ্যে অধিকাংশই কক্সবাজার সদর হাসপাতালে চাকুরীরত। অথচ বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এসব ডাক্তারগণ টেকনাফের শামলাপুরের মতো স্থানে সার্বক্ষণিক রোগী দেখছেন। এব্যাপারে যোগাযোগ করা হলে বাহারছড়া শামলাপুর আল হোসাইন হেল্থ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক (মালিক)হাবিবুল্লাহ নিজেই স্বীকার করেছেন উল্লেখিত ডাক্তারগণ সার্বক্ষণিক আল হোসাইন হেল্থ কেয়ারে রোগী দেখেন না।########
Leave a Reply