হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ/
টেকনাফের বাহারছড়ায় দিন দুপুরে সংঘবদ্ধ ডাকাত দল জনতার উপর গুলি বর্ষন করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ২৪ ডিসেম্বর বেলা ১১ টায় টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার বাগঘোনা নামক স্থানে ঘটেছে এ ঘটনা। অবশ্য পুলিশ খবর পেয়ে পরে ঘটনা স্থলে গিয়ে জাকের হোসেন নামক সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় পুরো এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর বেলা ১১ টার দিকে চিহ্নীত ডাকাতদল পাহাড় থেকে নামার খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে। পরে ডাকাতদল উপর্যুপরি গুলি বর্ষন করে আবারো পাহাড়ের দিকে পালিয়ে যায়। শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল মোনাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ঘটনাকালে টেকনাফ উপজেলা মিলনায়তনে ইউানেও সামছুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে আইন শৃংখলা বিষয়ক সভায় বাহারছড়া ডাকাতের ব্যাপারে ব্যাপক আলোচনা চলছিল।
প্রসংগত, গত ১৩ ডিসেম্বর টেকনাফ শামলাপুর সড়কে রবির মোবাইল কোম্পানীর ডিলার মোঃ আলী উক্ত স্থানে ডাকাত দলের শিকার হয়েছিলেন। এই ঘটনায় ডাকাতদল প্রায় ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে গিয়েছিল। এব্যাপারে থানায় মামলাও হয়েছিল।