হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ /
উদ্ভোধক, প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণের অনুপস্থিতির মাধ্যমে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সম্মেলন ও দ্বিবার্ষিক কাউন্সিল গতকাল ১৮ নভেম্বর রবিবার বিকাল ৩ টায় দ্বীপ প্লাজা প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে । টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে সম্মেলন উদ্ভোধন করেন- ককসবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মোঃ শফি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এমএ জহির, হাফেজ উল্লাহ, সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাহেদ হোছেন, জেলা যুবলীগ নেতা আবুল কালাম, সাংবাদিক নজির আহমেদ সীমান্ত, জেলা ছাত্রলীগ নেতা ও সাংবাদিক মীর্জা ওবায়েদ রুমেল । বক্তব্য রাখেন, ককসবাজার জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা মুজিবুল হক, জয়নাল আবেদীন, কামরুল হাছান, জালাল উদ্দিন মিটু, জেলা শহর শাখার সভাপতি মুরশেদ হোসেন তামিল, যুগ্নসম্পাদক ইসমাইল সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হক রিমু, শাহেদ মুরাদ, টেকনাফ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরিদুল আলম জুয়েল, টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ । এসম্মেলনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ উদ্ভোধক, বর্তমান সরকারদলীয় এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি প্রধান অতিথি, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম চৌধুরী, সাধারণ সম্পদক ও টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচএম ইউনুছ বাঙ্গালী মিজবাহার ইউছুফ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। তাঁদের নামে পোষ্টারিং ও মাইকিং করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের একজনও উপস্থিত ছিলেন না। এনিয়ে বক্তাগণ চরম ক্ষোভ বিশেষতঃ তাদের অনুপস্থিতির জন্য বর্তমান সরকার দলীয় এমপিকে দায়ী করা হয়েছে। তবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এমএ জহির তাঁর বক্তব্যে এনিয়ে দলাদলি না করতে নসিহত করেছেন। রাত পৌনে ৯টায় এরিপোর্ট লেখার সময় শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় অধিবেশন শুরু হয়নি। ফলে নিবার্চনী ফলাফল জানা যায়নি। সম্মেলনে উপস্থিত না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া বলেন- সম্মেলনের একটি চিঠি পেয়েছি। কিন্তু কোন নেতা-কর্মী আমার সাথে যোগাযোগ করেনি। দায়সারা গোছের দাওয়াত পাওয়ার কারণে আমি সম্মেলনে উপস্থিত হয়নি। তাছাড়া ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা-কর্মী এ সম্মেলনে যোগদান করেনি বলে জানা গেছে।###########
Lagbe na kono netar present…amra sai sobos vai k sobapoti kora houk…
2mr gorer precidant naki amni kore dive.
Lagbe na kono netar present…amra sai sobos vai /joel vai k sobapoti kora houk…
very nothing policy.
Upazela Chearmen shapiq mia ke… dikkar janai……Tho dilam tar moke…..Chi… Chi… Chi