জিয়াবুল হক,টেকনাফ………..টেকনাফে চোরাই কাঠের ফার্ণিচারসহ ৩ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। ৯ জানুয়ারী দুপুরে ৩ যুবক পিকআপ ভর্তি করে অবৈধ কাঠের ফার্ণিচার নিয়ে টেকনাফে আসছিল। এ সময় হোয়াইক্যং চেকপোষ্টের বিজিবি সদস্যরা তল্লাশী চালিয়ে তাদের কাছে কোন প্রকার বৈধ কাগজপত্র পাওয়া না যাওয়ায় মালামালসহ তাদেরকে আটক করে।আটককৃত টেকনাফ মডেল থানায় সোর্পদ করেছে। আটককৃতরা হল,উখিয়া উপজেলার সিকদার বিলের আবদুর রহমানের পুত্র জয়নাল (২৬),মোঃ কাসেমের পুত্র ছৈয়দ আমিন(২৭) নাইক্ষ্যংছড়ি তুমব্রু এলাকার জাফর আলমের পুত্র ঠান্ডা মিয়া(৩২)।জানা যায়, মোঃ জামাল ও আবুল কাসেমসহ একটি পাচারকারী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কৌশলে বঞ্চাচলের কাঠ চুরি করে বালুখালী সহ বিভিন্ন চেকপোষ্ট ফাঁকি দিয়ে মোটা অংকের টাকা বিলি করে টেকনাফ থানার সামনে থাকা আলী আকবর,জজ মোহাম্মদ ও মানস বাবু, বাস স্টেশনের স্টার প্লাস ফার্ণিচার দোকানের জন্য এসব মালামাল নিয়ে আসে। অবশেষে গতকাল বিজিবির জালে আটকা পড়ে।