আব্দুস সালাম, টেকনাফ …‘গ্রাম আদালত কার্য্যকরী করণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’(রিপ্রেসার) গতকাল ৮ জুলাই সম্পন্ন হয়েছে। অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) ইউএনডিপি ও ইউরোপীয়ান ইউনিয়নের কারিগরী এবং আর্থিক সহায়তায় এই প্রশিক্ষণের আয়োজন করে। টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত ২ দিন ব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্ভোধন করেন ও আলোচনায় অংশ নেন-টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আ,ন,ম নাজিম উদ্দীন। সভাপতিত্ব করেন মো: কেফায়ত উল্লাহ। স্থানীয় বিচার ব্যবস্থা, গ্রাম আদালত আইন-২০০৬, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ার ধাপসমূহ, বিচারিক মূল্যবোধ ও বিচারকদের গুনাবলী, গ্রাম আদালতের ডকুমেন্টশান, গ্রাম আদালত সিমুলেশন, গ্রাম আদালত কার্য্যকরী করণে ইউপি প্রতিনিধিদের ভূমিকা ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিতভাবে ২দিন ধরে প্রশিক্ষণ দেন- ব্লাস্ট চট্টগ্রাম এভিসিবি প্রকল্প প্রশিক্ষণ ইউনিটের ট্রেনিং অফিসার মো: মোহসিন, কক্সবাজার জেলা কার্যালয়ের প্রশিক্ষণ অফিসার মো: রাশেল। এতে হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাও: নুর আহমদ আনোয়ারী, ১নং ওয়ার্ডের মেম্বার হাজী জালাল আহমদ, ৩নং ওয়ার্ডের মেম্বার রশিদ আহমদ, ৪নং ওয়ার্ডের মেম্বার দিল মোহাম্মদ, ৫নং ওয়ার্ডের মেম্বার ছৈয়দ হোসেন, ৬নং ওয়ার্ডের মেম্বার হাজী নুর আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার হাজী রওশন আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার মো: জাহেদ হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার মো: হাসান, সংরক্ষিত ৩টি মহিলা আসনের সদস্যা যথাক্রমে বেগম ছেনুয়ারা মুজিব, জেসমিন আক্তার, মমতাজ বেগম, ইউপি সচিব শেখ ফরিদ আহমদ ও সিবিও সদস্য খলিল আহমদ অংশ নেন। ২নং ওয়ার্ডের মেম্বার মোস্তফা কামাল চৌধুরী উপস্থিত ছিলেন না। হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাষ্টার মীর কাসেম, ১নং ওয়ার্ডের মেম্বার মো: ইউনুচ, ২নং ওয়ার্ডের মেম্বার ফরিদ আহমদ, ৩নং ওয়ার্ডের মেম্বার হোসাইন আহমদ, ৫নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব আলী আহমদ কোম্পানী, ৮নং ওয়ার্ডের মেম্বার জাফর আলম, সংরক্ষিত মহিলা আসনের মেম্বার যথাক্রমে আনোয়ারা ছিদ্দীকা, রাশেদা দেলোয়ার, মরজিনা আক্তার, ইউপি সচিব হাকিম উদ্দীন পাহাড়ী ও সিবিও সদস্য ইব্রাহীম খলিল প্রশিক্ষণে অংশ নেন। ৪নং ওয়ার্ডের মেম্বার হাজী মো: হোছন(বাইলা), ৭নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ, ৯নং ওয়ার্ডের মেম্বার মো: আলী উপস্থিত ছিলেন না।
Leave a Reply